বিজিপির গুলির পর নাফ নদীতে নিখোঁজ বাংলাদেশি জেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:১৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরতে যাওয়া দুই জেলেকে লক্ষ্য করে গুলি করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। এ সময় এক জেলে ফিরে আসতে পারলেও মোহাম্মদ ইলিয়াস নামে আরেক জেলে নিখোঁজ হয়েছেন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) ভোরে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সংলগ্ন নাফ নদীর বাংলাদেশ-মিয়ানমার জলসীমায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলে মো. ইলিয়াস (৪০) হোয়াইক্যং বালুখালী এলাকার মৃত ছৈয়দ বলীর ছেলে। ফিরে আসা জেলে গুরা মিয়া একই এলাকার মতিউর রহমানের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ-২ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, জেলেদের পরিবার সূত্রে খবর পেয়েছি দুই জেলে নাফ নদীতে মাছ শিকার করছিল। তারা রাতের আঁধারের কারণে মিয়ানমার জলসীমায় চলে গেলে বিজিপি তাদের ওপর গুলিবর্ষণ করে। এতে এক জেলে ফিরে আসতে পারলেও অপরজন নিখোঁজ রয়েছেন। খবরটি নিশ্চিত হওয়ার পর এ ব্যাপারে মিয়ানমার সিমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এদিকে নিখোঁজ জেলে ইলিয়াছের ভাই শামসুল আলম বলেন, বুধবার ভোরে তারা দুজন মাছ শিকারে গিয়েছিলেন। সকালে খবর পাই মাছ শিকারের এক পর্যায়ে তারা মিয়ানমার সিমান্তে চলে গেলে তাদের উপর গুলিবর্ষণ করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। আমাদের ধারণা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে তিনি নিহত হয়েছেন এবং বিজিপি মরদেহটি রেখে দিয়েছে। মরদেহ হলেও ফেরত পেতে টেকনাফ-২ বিজিবি ব্যাটলিয়নের সহযোগিতা চেয়েছি আমরা।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।