‘২১ ফেব্রুয়ারির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সমস্যা হবে না’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২২
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সংগৃহীত

করোনা সংক্রমণ কমে আসায় ২১ ফেব্রুয়ারির পর স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছেলে মেয়েদের লেখাপড়ায় ক্ষতি হচ্ছে। করোনা সংক্রমণ কমে আসছে এবং একই সঙ্গে টিকার আওতায় এসেছে বেশিরভাগ শিক্ষার্থী। তাই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যেতে পারে। সারাবিশ্বেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে।

বি.এম খোরশেদ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।