টিউলিপ বাগান দেখতে সপরিবারে তেঁতুলিয়ায় ফখরুল
বিদেশি টিউলিপ ফুলের বাগান দেখতে পরিবারসহ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি পরিবারসহ তেঁতুলিয়া উপজেলার শারিয়াল জোত ও দর্জিপাড়া গ্রামের টিউলিপ বাগান ঘুরে দেখেন।
বাগান পরিদর্শন শেষে তেঁতুলিয়ায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) মালিকানাধীন মহানন্দা কটেজে দুপুরের খাবার খান মির্জা ফখরুল। এরপর বাংলাবান্ধা স্থলবন্দর ভ্রমণ করেন।

এসময় তার স্ত্রী ও পরিবারের সদস্যসহ তেঁতুলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাৎ হোসেন রঞ্জু, যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. সামিউল করিমসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সঙ্গে ছিলেন। এসময় টিউলিপ বাগানের উদ্যোক্তা কৃষকরা মির্জা ফখরুলকে টিউলিপ ফুল উপহার দেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় বেসরকারি সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। সংস্থাটি তেঁতুলিয়ায় টিউলিপ বাগান প্রকল্পটি বাস্তবায়ন করছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি ব্যক্তিগত সফরে পরিবারসহ এখানে এসেছি। এসময় টিউলিপ ফুল চাষ করা চাষিদের সাফল্য কামনা করেন বিএনপি মহাসচিব। সেই সঙ্গে প্রকল্প সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

এর আগে শনিবার সকালে পরিবারের সদস্যদের নিয়ে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার মির্জাপুর ইউনিয়নের বারো আউলিয়ার মাজার পরিদর্শন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে তিনি তার নিজ বাসভবন ঠাকুরগাঁওয়ে ফিরবেন বলে জানা গেছে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ইউনুস শেখ বলেন, ‘দীর্ঘদিন পর আমাদের মহাসচিবের মেয়ে এবং জামাতা দেশের বাড়ি ঠাকুরগাঁওয়ে এসেছেন। মূলত তাদেরসহ পরিবারের সদস্যদের নিয়ে তিনি তেঁতুলিয়া ঘুরতে আসেন। টিউলিপ বাগান দেখতে যান। এটা কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সফর নয়।’
সফিকুল আলম/এসআর/জেআইএম