পাসের হারে জেলার শীর্ষে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২

এইচএসসি পরীক্ষায় এ বছর পাসের হারে জয়পুরহাট গালর্স ক্যাডেট কলেজ জেলার শীর্ষ স্থান অর্জন করেছে। কলেজের ৫৯ পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিয়ে সবাই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।

অপরদিকে, এবার জয়পুরহাট সরকারি কলেজের মোট ১১৯৩ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১৮২ জন। জিপিএ-৫ পেয়েছে ৬১৮ শিক্ষার্থী। পাশের হার ৯৯.০৮ শতাংশ।

এছাড়া জয়পুরহাট সরকারি মহিলা কলেজের মোট ৭১০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৭১ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭২ শিক্ষার্থী। পাসের হার ৯৪.৫০ শতাংশ।

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ জানান, গত কয়েক বছরের ধারাবাহিকতা বজায় রয়েছে। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিক নির্দেশনা এবং অধ্যক্ষের সুযোগ্য তত্ত্বাবধানে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এ ঈর্ষণীয় সাফল্য অর্জনে সক্ষম হয়েছে।

রাশেদুজ্জামান/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।