কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:২০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শরণার্থী শিবিরে এক রোহিঙ্গা মাঝিকে (নেতা) কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুই রোহিঙ্গা।

রোববার (১৩ ফেব্রুয়ারি) ভোরে কুতুপালং ক্যাম্প-২ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা আবুল কালাম কুতুপালং শিবিরের বাসিন্দা ও হাবিবুর রহমানের ছেলে। আহতরা হলেন, ক্যাম্পের হেড মাঝি মো. আমিন ও সাব মাঝি মো. জাফর।

ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক বলেন, ভোর পৌনে ৬টায় ক্যাম্প-২ ইস্ট এর বি-৫ ব্লকের সাব মাঝি আবুল কালাম নিজ ঘরের বাইরে রোহিঙ্গা দুষ্কৃতকারী নূর মোহাম্মদ, ইব্রাহীম, ফরিদ, জোবায়ের ও জাবের কর্তৃক মারধরের শিকার হন। খবর পেয়ে বালুরমাঠ পুলিশ ক্যাম্পের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তার তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখানে সকাল সাড়ে ৮টার দিকে আবুল কালামের মৃত্যু হয়।

তিনি আরও জানান, বালুরমাঠ পুলিশ ক্যাম্প কমান্ডার (এএসপি) এ কে এম এমরানুল হক মারুফের নেতৃত্বে ঘাততদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোহিঙ্গা নেতা জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের তিন মাঝিকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাদের পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। এরমধ্যে একজনের মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করায় আগে থেকেই তাদের হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসীরা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বলেন, কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন এক রোহিঙ্গা মারা যাওয়ার খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সায়ীদ আলমগীর/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।