নিখোঁজের পাঁচদিন পর ঝোপে মিললো তরুণের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:০৬ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২
কক্সবাজারে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার

 

কক্সবাজারের রামুতে মাহমুদুল হাসান বাপ্পি (১৮) নামে তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ঈদগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছগিরা কাটা এলাকার সৌদিপ্রবাসী আব্দুল মাবুদের ছেলে। পেশায় তিনি একজন নির্মাণ ও কৃষিশ্রমিক ছিলেন।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তুলাতলি ফরেস্ট অফিসের পাশে ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাপ্পি পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন বলে দাবি পরিবারের। তবে তার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি করেনি তার পরিবার।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভূট্টো পরিবারের বরাত দিয়ে জানান, প্রবাসী বাবার কাছে ব্যবসায়ের জন্য কিছু টাকা চেয়েছিলেন বাপ্পি। টাকা দিতে পিতা অস্বীকৃতি জানানোর পর থেকে নিরুদ্দেশ ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, অভিমানে তিনি আত্মহত্যা করেছেন।

সায়ীদ আলমগীর/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।