আ’লীগ নেতার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় যুবক গ্রেফতার
পঞ্চগড়ে আওয়ামী লীগ নেতাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রভাকর পাল (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে শহরের ডোকরোপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার প্রভাকর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার সাদাত সম্রাটের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেন, যা মানহানিকর উল্লেখ করে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম সারওয়ার লিটন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ডোকরোপাড়া মহল্লার প্রভাকর পাল শনিবার তার ফেসবুক আইডিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচার করে অপপ্রচার চালান। এতে দলের নেতাকর্মীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ওইদিন রাতেই ওই পোস্টটি সদর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম সারওয়ার লিটনের দৃষ্টিতে আসে। পরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও পঞ্চগড় সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমাদ উদ্দিন মো. ফারুক ফিরোজ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখিয়ে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সফিকুল আলম/এএএইচ