মাদকসেবন থেকে ফেরাতে না পেরে ছেলেকে জেলে পাঠালেন বাবা
টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদকসেবন থেকে ফেরাতে না পেরে ছেলে জেলে পাঠালেন বাবা। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মাদকসেবনের সময় নিজ বাসা থেকে তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়।
মাদকাসেবী আবু বকর সিদ্দিক ওরফে মিন্টু (৩০) ধনবাড়ী পৌরসভার পূর্ব মিয়াপাড়া এলাকার আকবর আলীর ছেলে।
আকবর আলী বলেন, মিন্টু দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। কোনোভাবেই তাকে ফেরাতে পারছিলাম না। ওর কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ। সে বাসার ভেতরে এবং বিভিন্ন জায়গায় বন্ধু-বান্ধব নিয়ে মাদক সেবন করতো। এলাকাবাসী প্রতিবাদ করলে হুমকি দিতো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম হোসাইন জাগো নিউজকে বলেন, বাবার খবরে নিজ ঘরে মাদক সেবনের সময় ছেলে আবু বকর সিদ্দিক ওরফে মিন্টুকে আটক করে ধনবাড়ী থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
আরিফ উর রহমান টগর/এসজে/এমএস