মাকে লুকিয়ে রেখে সৎ ভাইদের নামে গুমের মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৭:১২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২
প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুরে মাকে লুকিয়ে রেখে সৎ ভাইদের নামে মামলা করার অভিযোগ উঠেছে বোনের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বৃদ্ধা রাশিদা বেগম নিজেই পুলিশের সামনে উপস্থিত হয়ে নিজেকে লুকিয়ে রাখার অজানা কাহিনী জানান।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমিন জানান, উপজেলার সাতপাড়িয়া গ্রামের বাসিন্দা ফুল মিয়ার মেয়ে আঙ্গুরা বেগমের সঙ্গে সৎ ভাই জসিম উদ্দিন ও মাসুমের সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে তাদের মধ্যে মামলা মোকদ্দমাও চলছে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে আঙ্গুরা নিজের মা রাশিদা বেগমকে লুকিয়ে রেখে সৎ ভাইদের বিরুদ্ধে মাকে গুম করার অভিযোগ এনে একটি মামলা করেন। এরপর থেকে রাশিদা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার রসুলপুর গ্রামে কিছুদিন একটি বাড়িতে ঝিয়ের কাজ নেন।

এরপর তিনি চলে যান বানিয়াচং উপজেলার কুড়িহাটি গ্রামে। সেখানে আবু শ্যামার বাড়িতে গিয়ে আবারও ঝিয়ের কাজ নেন। সেখান থেকে সোমবার গভীর রাতে তিনি মাধবপুর থানায় গিয়ে হাজির হন। পরে তাকে আদালতে পাঠানো হলে সেখান থেকে রাশিদা বেগমকে মেয়ের জিম্মায় দেওয়া হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।