শপথ শেষে গ্রেফতার হলেন ইউপি চেয়ারম্যান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২
গ্রেফতার নবনির্বাচিত চেয়ারম্যান মো. সাফায়েত উল্লাহ

শপথ শেষে গ্রেফতার হয়েছেন ভৈরবের সাদেকপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সাফায়েত উল্লাহ।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

এর আগে বেলা ১১টায় জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে মিঠামইন উপজেলার সাত ইউপি চেয়ারম্যান এবং ভৈরব উপজেলার সাদেকপুর ইউপি চেয়ারম্যানের শপথ হয়। স্থানীয় সরকারের উপ-পরিচালক উপসচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম নবনির্বাচিত চেয়ারম্যানদের একসঙ্গে শপথবাক্য পাঠ করান।

শপথ শেষে সম্মেলন কক্ষ থেকে বের হওয়ার সময় কিশোরগঞ্জ ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যান সাফায়েত উল্লাহর বিরুদ্ধে হত্যা মামলার ওয়ারেন্ট ছিল। শপথ শেষে দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।