উদ্বোধনের একঘণ্টা পরই সমাপ্ত প্রাণিসম্পদ মেলা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৫:২০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২
প্রাণী প্রদর্শনী উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া

উদ্বোধনের একঘণ্টা পরই দিনব্যাপী প্রাণিসম্পদ মেলার সমাপ্তি ঘোষণা করা হয়েছে। সমাপনী অনুষ্ঠান ছাড়াই স্টলে স্টলে পৌঁছে দেওয়া হয়েছে সনদ।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রাণী প্রদর্শনী উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া।

jagonews24

সরেজমিনে দেখা যায়, দুপুর ১টায় উপজেলা প্রাঙ্গণে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনের একঘণ্টা পরই প্রদর্শনী সমাপ্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। এছাড়া সমাপনী অনুষ্ঠান ছাড়াই প্রদর্শনীতে আগত স্টল দাতাদের পুরষ্কার ও সনদও দেওয়া হয়।

উপজেলা প্রাঙ্গণে মেলায় আসা দর্শনার্থীরা বলেন, প্রাণি মেলার খবর শুনে দুপুর আড়াইটায় সন্তানকে নিয়ে আসি। এসে দেখি মেলার স্টল খালি। শুধুমাত্র একটি গরু আর দুইটা বিদেশি জাতের কুকুর রয়েছে। এত কম সময়েই মেলা শেষ হবে জানলে আসতাম না।

jagonews24

ভৈরব প্রাণিসম্পদ বিভাগের ভেটেনারি সার্জন ডা. সাইফুল আজম জানান, প্রাণিসম্পদ প্রদর্শনী দুপুর ১টায় উদ্বোধন করা হয়েছে। তবে প্রদর্শনী প্রাঙ্গণে স্টলে প্রচন্ড রোদ থাকায় ফার্ম মালিকরা প্রাণী নিয়ে বেশি সময় থাকতে চাননি। তাই অল্প সময়ের মধ্যে প্রদর্শনী সমাপ্ত করা হয়েছে।

jagonews24

ভৈরব উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শিরিনা খাতুন বলেন, দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি আসতে দেরি করায় উদ্বোধনে বিলম্ব হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোরগঞ্জে সভায় থাকায় প্রদর্শনীতে উপস্থিত থাকতে পারেননি। সেজন্যই কম সময়ের মধ্য প্রদর্শনী সমাপ্ত ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।