হবিগঞ্জে জামিনে মুক্তি পেলেন বিএনপির ৪০ নেতাকর্মী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২
মুক্তি পাওয়ার পর তাদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন দলীয় নেতাকর্মীরা

জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের বিএনপির ৪০ নেতাকর্মী।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা কারাগার থেকে মুক্তি পান তারা।

কারাগার থেকে মুক্তি পেয়ে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিম জানান, পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় সোমবার উচ্চ আদালতে তাদের জামিন মঞ্জুর হয়। রোববার হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জেলা পরিষদ রেস্ট হাউজ ভাঙচুরের আরেকটি মামলায় জামিন মঞ্জুর করেন তাদের।

হবিগঞ্জে জামিনে মুক্তি পেলেন বিএনপির ৪০ নেতাকর্মী

এর আগে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে গত ২২ ডিসেম্বর জেলা বিএনপি সমাবেশের আয়োজন করে। এতে পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশসহ শতাধিক বিএনপি নেতাকর্মী আহত হন। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে দুই হাজার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।