ওমান থেকে দেশে ফিরে সড়কে প্রাণ গেলো যুবকের
ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. রাশেদুল ইসলাম (২৫) নামের এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন স্থানীয় ইউপি মেম্বার নুরুল হুদা সুমন ভূঞা।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ফেনী-দরবেশের হাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদুল দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের পূর্ব রামচন্দ্রপুর গ্রামের কলিম উদ্দিন ভুঞা বাড়ির রুহুল আমিনের ছেলে। তিনি দীর্ঘদিন ওমানে থেকে কিছুদিন আগে ছুটিতে দেশে আসেন।
স্থানীয়রা জানান, বিকেলে মোটরসাইকেলযোগে রাশেদকে নিয়ে ফেনী যাচ্ছিলেন ইউপি মেম্বার নুরুল হুদা সুমন। তারা রতনপুর তালতলায় পৌঁছালে হঠাৎ একটি শিশু মোটরসাইকেলের সামনে দিয়ে দৌড়ানো শুরু করে। শিশুটিকে বাঁচাতে গিয়ে সুমন মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে গাছের সঙ্গে ধাক্কা লাগে রাশেদের। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ফেনীর একটি হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাশেদকে মৃত ঘোষণা করেন। আহত ইউপি মেম্বার সুমন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাশেদের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান মামুন উর রশীদ মিলন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন বলে শুনেছি। ক্ষতিগ্রস্ত পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নুর উল্লাহ কায়সার/এসআর/এমআরআর