রংপুরে হাট-বাজারে টিকাদান ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২
টিকা নিচ্ছেন রংপুর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেকেন্দার আলী

শতভাগ টিকাদান নিশ্চিত করার জন্য রংপুরের বিভিন্ন হাট-বাজারে ক্যাম্পেইন শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির সহযোগিতায় দোকান মালিক, কর্মচারী ও ক্রেতাদের করোনার টিকা প্রদানের মধ্যদিয়ে ক্যাম্পেইন শুরু হয়।

এ সময় রংপুর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেকেন্দার আলীসহ রংপুর সিটি বাজারের দোকান মালিক, কর্মচারী ও ক্রেতাসহ বিভিন্ন পেশার মানুষ টিকা গ্রহণ করেন।

এসময় সিটি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক আলী হোসেন ছোট বাবুসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রংপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান আব্দুল কাইয়ুম জানান, নগরীর লালবাগ হাট, বুড়ির হাট, নিসবেতগঞ্জ হাট, হাজির হাট, ধাপ বাজার, মাহিগঞ্জ বাজার, বাস টার্মিনাল বাজার, স্টেশন বাজার, সাতমাথা বাজার, সাহেবগঞ্জ বাজা ও চওড়ার হাটসহ নগরীর বিভিন্ন হাট-বাজারে দোকান মালিক, কর্মচারী ও ক্রেতাদের মাঝে টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

জিতু কবীর/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।