বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় পথচারী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২
বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় ট্রাকটি ও ইনসেটে নিহত পথচারী আহম্মদ সুবহান

ফেনী সদর উপজেলায় বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনের দ্রুতগামী বাসের ধাক্কায় আহম্মদ সুবহান (৬৩) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহম্মদ সুবহান সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের পূর্ব সুলতানপুর গ্রামের শেখ মহিউদ্দিনের ছেলে। আহতরা হলেন- একই এলাকার নৈরাজপুরের মো. আরিফ (৩০) ও পূর্ব সুলতানপুর গ্রামে বাসিন্দা মোবারক হোসেন (২৪)। আহতদের ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ হাইওয়ে ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. মনিরুল ইমলাম ভূঁঞা জাগো নিউজকে বলেন, বাসের ধাক্কায় তিনজন পথচারীকে বিকল ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন পথচারী মারা যান এবং দুইজন গুরুতর জখম হন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নুর উল্লাহ কায়সার/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।