ইটের বাড়ি করা আর হলো না, পুকুরে ট্রাকের নিচে চাপা পড়ে মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২
নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রাকটি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়

কুষ্টিয়ায় ইটবোঝাই ট্রাক উল্টে নয়ন মণ্ডল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উজানগ্রাম-গজনবীপুর গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন মণ্ডল গজনবীপুর গ্রামের কানাইপাড়ার বাসিন্দা। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

উজানগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সানোয়ার হোসেন মোল্লা এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাছ ব্যবসায়ী নয়ন বাড়ি করার জন্য ট্রাকে করে ইট নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। আত্মরক্ষার্থে তিনি পানিতে লাফ দেন। ইটবোঝাই ট্রাকটি উল্টে তার গায়ের ওপরে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আল মামুন সাগর/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।