মোটরসাইকেল থেকে পড়ে বাসচাপায় প্রাণ গেল নার্সের
রংপুরের মিঠাপুকুর উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে হালিমা খাতুন (২৫) নামের এক নার্স নিহত হয়েছেন।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের দমদমা তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হালিমা খাতুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল অপারেশন থিয়েটারে (ওটি) সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও নিহত নারীর কর্মস্থল সূত্রে জানা যায়, মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ থেকে স্বামীর মোটরসাইকেলে করে চার বছরের কন্যা সন্তানকে নিয়ে রংপুরের উদ্দেশে যাচ্ছিলেন হালিমা। এসময় রংপুর-ঢাকা মহাসড়কের দমদমা তেল পাম্প এলাকায় ইউটার্ন অবস্থায় মোটরসাইকেল থেকে পড়ে যান তিনি। এতে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগামীর একটি নাইট কোচ চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় মোটরসাইকেল চালক হালিমার স্বামী মিজানুর রহমান ও শিশুসন্তান আহত হন। মিজানুর বৈরাগীগঞ্জে বেসরকারি সংস্থা উদ্দীপনের শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত। নিহত হালিমা খাতুনের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার দেওতি হাউদারপার গ্রামে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং নেতা ফোরকান আলী জানান, হালিমা খাতুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত। তিনি ২০২০ সালে চাকরিতে যোগদান করেছেন।
এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাকির হোসেন জানান, দুর্ঘটনায় নিহত নারীর মরদেহ পীরগঞ্জ বড়দরগাহ হাইওয়ে পুলিশ নিয়ে গেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
জিতু কবীর/এমকেআর