শহীদদের স্মরণে বাংলা ভাষা-সাহিত্যচর্চায় মনোযোগী হওয়ার আহ্বান
ভাষাশহীদদের প্রতি সম্মান জানাতে পঞ্চগড়ের আহমদনগরে জামেয়া আহমদীয়া বাংলাদেশের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ আলোচনা সভা।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জামেয়া আহমদীয়া বাংলাদেশের শিক্ষক মাওলানা মোহাম্মদ সোলায়মান।
সভার শুরুতে ভাষাশহীদদের স্মরণে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করে রাখা হয়। একই সঙ্গে দলগত জাতীয় সঙ্গীত উপস্থাপন করা হয়। এরপর আলোচনা অনুষ্ঠানে মহান একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বক্তব্য দেন। শুরুতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পটভূমি সম্পর্কে বক্তব্য দেন জামেয়া আহমদীয়া বাংলাদেশের পঞ্চম বর্ষের ছাত্র আকমল হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা মওলানা সৈয়দ মুজাফফর আহমদ মাতৃভাষা ও ইসলাম বিষয়ের ওপর আলোচনা করেন। তিনি তার বক্তব্যে মাতৃভাষা ও মাতৃভূমির সঙ্গে ইসলামের সম্পর্কের বিষয়টি তুলে ধরেন।
মাওলানা মোহাম্মদ সোলায়মান বাংলা ভাষার জন্য প্রাণ বিসর্জনকারী শহীদ সালাম, জব্বার, রফিক, বরকত প্রমুখ ভাষাশহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বাঙালিদের বাংলা ভাষা ও সাহিত্যচর্চার দিকে মনোযোগী হওয়ার দিকে দৃষ্টি আকর্ষণ করেন। এরপর দোয়ার মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
এমএইচআর/জেআইএম