আন্তর্জাতিক নৌমহড়ায় অংশ নিতে মোংলা ছাড়লো যুদ্ধজাহাজ ‘ওমর ফারুক’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০২:২৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২২
যুদ্ধজাহাজ ‘ওমর ফারুক’

আন্তর্জাতিক নৌমহড়ায় অংশ নিতে বাগেরহাটের মোংলা থেকে ছেড়ে গেছে যুদ্ধজাহাজ ‘ওমর ফারুক’। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় দিগরাজস্থ নৌঘাঁটি থেকে যুদ্ধজাহাজটি ছেড়ে যায়।

এ সময় খুলনা নৌঅঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আনোয়ার হোসেন উপস্থিত থেকে জাহাজটিকে আনুষ্ঠানিক বিদায় জানান। এছাড়া আরও উপস্থিত ছিলেন- নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তা, যুদ্ধজাহাজ ওমর ফারুকের গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা।

মোংলা নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম মোশাররফ হোসেন জাগো নিউজকে বলেন, ভারতের বিশাখাপত্তনমে আগামী ৪ মার্চ আটদিন আন্তর্জাতিক নৌমহড়ায় সফরে থাকবে জাহাজটি। যুদ্ধজাহাজ ওমর ফারুকের অধিনায়ক ক্যাপ্টেন এ বি এম জাকিউল হাসান ভুঁঞায়ার নেতৃত্বে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ ২৮৪ জন নৌসেনা এ মহড়ায় অংশ নিয়েছেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক এ মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ৪৬টি দেশের নৌবাহিনী অংশ নিচ্ছে।

আন্তর্জাতিক নৌমহড়ায় অংশ নিতে মোংলা ছাড়লো যুদ্ধ জাহাজ ‘ওমর ফারুক’

অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, সমুদ্র পথে জলদস্যুতা, মাদক ও চোরাচালান, মানবপাচার, অবৈধ মৎস্য আহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডরোধ এ মহড়ার মূল লক্ষ্য বলে সাংবাদিকদের জানান খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আনোয়ার হোসেন।

এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্পর্ক আরও জোরদার হবে বলেও জানান তিনি।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।