বাগেরহাটে ট্রাকচাপায় নৌবাহিনীর কর্মকর্তা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ১০:০২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২২
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল

বাগেরহাটে ট্রাকচাপায় ফিরোজ কবির নামের নৌবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টায় খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ কবির বাংলাদেশ নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন। তিনি মোংলা নৌঘাঁটির বিএনএস রূপসা জাহাজে কর্মরত ছিলেন। রাতে নিজ স্ত্রীকে কাটাখালী থেকে গাড়িতে তুলে দিয়ে মোংলা অফিসে ফিরছিলেন।

চুলকাঠি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ওলিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাটাখালী থেকে মোটরসাইকেল চালিয়ে মোংলা যাচ্ছিলেন নৌবাহিনীর কর্মকর্তা ফিরোজ। চুলকাঠি বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকার চাপায় ফিরোজের মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা রয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।