চরমোনাই মাহফিলগামী ট্রলার ডুবে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

সিরাজগঞ্জ থেকে বরিশালের চরমোনাই মাহফিলগামী একটি ট্রলারডুবির ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার নলচর সংলগ্ন আড়িয়াল খাঁ নদী থেকে বুধবার দুপুর পৌনে ১টা পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো নিখোঁজ দুজন।

বরিশাল নৌ-ফায়ার স্টেশন অফিসার খোরশেদ আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

খোরশেদ আলম জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই ট্রলারে ৪৫ জন যাত্রী ছিলেন। তাদের সবার বাড়ি সিরাজগঞ্জে। একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।

তিনি আরও বলেন, নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। উদ্ধারকাজ চলমান। এ ঘটনায় এখনও দুজন নিখোঁজ।

সাইফ আমীন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।