ট্রাকে তল্লাশি করে মিললো প্রায় ৬ হাজার ইয়াবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১০:৪৬ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২

ফেনীর লালপোল এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৮৮৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।

র‌্যাব-৭, ফেনী ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী ট্রাকে করে ইয়াবা নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে নিয়ে আসছে। র‌্যাবের একটি দল চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কের লালপুলের ফুটওভার ব্রিজের নিচে চেকপোস্ট পরিচালনা করে।

এ সময় একটি ট্রাকসহ চালক মো. আবু তাহেরকে (৩৪) আটক করা হয়। তাকে তল্লাশি করে ৫ হাজার ৮৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

jagonews24

আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন যাবৎ সে সুকৌশলে কক্সবাজার এলাকা থেকে ইয়াবা এনে ফেনী ও ঢাকার আশপাশে বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে।

ফেনীর র‌্যাবের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ আল জাবের ইমরান জানান, আটক ব্যক্তি ও উদ্ধারকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

নুর উল্লাহ কায়সার/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।