রামগঞ্জে অস্ত্র-গুলিসহ ১৩ মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২
অস্ত্র-গুলিসহ গ্রেফতার কালা মানিক

লক্ষ্মীপুরে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ কালা মানিক নামের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা-ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কামারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মানিকের বিরুদ্ধে ঢাকার গুলশান, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও রামগঞ্জ থানায় হত্যা-ডাকাতিসহ ১৩ মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ডাকাত। দীর্ঘদিন ধরে তিনি পলাতক। শনিবার (২৬ ফেব্রুয়ারি) স্ত্রীকে করোনার টিকা দিতে তিনি বাড়িতে আসেন। খবর পেয়ে পুলিশ তাকে নজরবন্দি করে। একপর্যায়ে রোববার ভোরে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, অধিকাংশ মামলায় মানিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

কাজল কায়েস/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।