পঞ্চগড়ে অবরোধের ৪০ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২
অবরোধে আটকা পড়ে বিভিন্ন ধরনের শত শত যানবাহন

পঞ্চগড়ে পরিবহন শ্রমিকদের দুই সংগঠনের বিরোধের জেরে সড়ক অবরোধের ৪০ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড় মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা আব্দুল লতিফ।

তিনি বলেন, উচ্চ আদালতের আদেশের প্রতি সম্মান জানিয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে আমরা আবারও নির্বাচন আয়োজন করতে পারবো এমন দাবি মেনে নেওয়ায় শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন।

পঞ্চগড়ে অবরোধের ৪০ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, নির্বাচনী তফসিল স্থগিত হওয়ায় শুক্রবার রাতে শ্রমিকরা বিভিন্ন সড়ক অবরোধের চেষ্টা করেন। তবে একাধিক বৈঠকের মাধ্যমে তাদের সঙ্গে আলোচনা অব্যাহত ছিল। অবশেষে আদালতের আদেশের প্রতি সম্মান জানিয়ে শ্রমিকরা তাদের সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।

এর আগে শ্রমিকদের দুটি সংগঠনের অভ্যন্তরীণ বিরোধের জেরে পঞ্চগড় ট্রাক, ট্যাংক-লরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আবেদনে উচ্চ আদালতের একটি আদেশে পঞ্চগড় মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল স্থগিত করা হয়। এরপর বিক্ষুব্ধ হয়ে শুক্রবার রাত ১০ টা আন্তঃজেলার বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা।

সফিকুল আলম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।