‘বিচার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সাংবাদিকতা’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০২:৪২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনুকে খবর প্রকাশের জের ধরে হত্যার হুমকির প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে ফেনীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাংবাদিকরা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফেনীতে কর্মরত সাংবাদিকদের ব্যানারে এক কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, সাগর-রুনি ও নোয়াখালীর মোজাক্কির হত্যার বিচারের অপেক্ষায় আজও প্রহর গুনছেন সাংবাদিকরা। হামলা ও মামলার বিচার না হওয়ায় দেশের চতুর্থ স্তম্ভের এ পেশা দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

তারা বলেন, নোয়াখালী স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. ফজলে এলাহী খাঁনের দুর্নীতির খবর প্রকাশের পর তাকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে তার ব্যাপক দুর্নীতি ও স্বাস্থ্য বিভাগে লুটপাটের বিষয়ে দুদক তার বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে। এ বিষয়ে খবর প্রকাশের পর ডা. ফজলে এলাহী খাঁন জাগো নিউজের নোয়াখালী প্রতিনিধিকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেন। এ ঘটনার তিন দিন অতিবাহিত হলেও দোষীকে আইনের আওতায় না আনায় গণমাধ্যম কর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

feny1

সাংবাদিকরা জানান, দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে জনপদের নানা ইতিবাচক খবর প্রকাশ করে নোয়াখালীকে সমৃদ্ধ করেছেন সাংবাদিক ইকবাল হোসেন মজনু। একজন পেশাদার সাংবাদিক হিসেবে দেশের সকল সাংবাদিক আজ এ বিষয়ে ঐক্যবদ্ধ। শিগগিরই দোষীদের আইনের আওতায় না আনা হলে সাংবাদিকরা কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবে।

দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মুক্তিযোদ্ধা আবু তাহেরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ডিবিসি ও অবজার্ভার প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঞা, যুগান্তরের নিজস্ব প্রতিবেদক যতন মজুমদার, বাংলাদেশ সংবাদ সংস্থার ফেনী জেলা প্রতিনিধি ও দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, সময় টিভির স্টাফ রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি এবং ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম ও স্বদেশপত্রের সম্পাদক এনএন জীবন।

দৈনিক স্টারলাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ ও জাগো নিউজের ফেনী প্রতিনিধি নুর উল্লাহ কায়সারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনীর সভাপতি ও দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহ জালাল ভূঞা, দৈনিক ফেনীর সময়ের নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, ফেনী সমাচার সম্পাদক মুহিবুল্লাহ ফরহাদ, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাহিত্য সম্পাদক কৃষাণ মোশাররফ, বিডি নিউজ ও মানবজমিন প্রতিনিধি নাজমুল হক শামিম, বাংলা নিউজের স্টাফ রিপোর্টার সোলায়মান হাজারী ডালিম, ফেনী জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম এমরান পাটোয়ারী, স্বদেশকণ্ঠ সম্পাদক নুর তানজিলা রহমান, পরিবেশ ক্লাব ফেনীর সভাপতি সাংবাদিক নজরুল বিন মাহমুদুল, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় সদস্য রাবেয়া বেগম, দৈনিক অগ্রসর’র জেলা প্রতিনিধি গাজী হানিফ।

এছাড়াও ফেনীতে কর্মরত শতাধিক সাংবাদিক মানববন্ধনে অংশ নেন।

নুর উল্লাহ কায়সার/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।