বরিশালে প্রাথমিকের পরীক্ষার্থী প্রায় ৫২ হাজার


প্রকাশিত: ০২:০০ পিএম, ২২ নভেম্বর ২০১৪

সারাদেশের সঙ্গে এক যোগে বরিশালে রোববার থেকে শুরু হচ্ছে প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। ইতোমধ্যে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন সব প্রস্তুতি শেষ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর প্রাথমিকে বরিশাল জেলায় ১৩২টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫১ হাজার ৭৮৬ জন।

অপরদিকে, ইবতেদায়ী পরীক্ষায় বরিশাল জেলায় পরীক্ষার্থী ৫ হাজার ৬৪১ জন পরীক্ষার্থী এবার অংশ নিবে।

প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগের উপ-পরিচালক মাহাবুব এলাহী জানান, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।