৭ ডাহুক পাখি শিকারের দায়ে যুবকের এক বছর কারাদণ্ড

লক্ষ্মীপুরে ডাহুক পাখি শিকার করায় মো. বাবুল নামের এক যুবকের এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত বাবুল সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের ফয়েজ আহমেদের ছেলে।
স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা জানান, বাবুল সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন থেকে সাতটি ডাহুক পাখি করেন। একপর্যায়ে পাখিগুলো বিক্রির চেষ্টাকালে স্থানীয় লোকজন তাকে আটক করে বন বিভাগকে খবর দেন। তারা ঘটনাস্থল গিয়ে বাবুলকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
দালাল বাজার বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএফএনটিসি) চন্দন ভৌমিক বলেন, অনুমতি ছাড়া বন্যপাখি শিকার, পরিবহন, বিক্রি ও আটক নিষিদ্ধ। উদ্ধার পাখিগুলো ছেড়ে দেওয়া হয়েছে।
আসামিকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শহিদুল ইসলাম।
কাজল কায়েস/এসআর/জেআইএম