সড়কের কার্পেটিং তোলার ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০১ মার্চ ২০২২
শাবল দিয়ে খুঁড়ে সড়কের কার্পেটিং তুলে ফেলা হয়েছে

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, লক্ষ্মীপুরের রায়পুর-পানপাড়া সড়কের একস্থানে প্রকাশ্যে এক যুবক রাস্তা খুঁড়ে হাত দিয়ে কার্পেটি তুলছেন।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ (জিডি) দায়ের করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে কাজটির ঠিকাদারি প্রতিষ্ঠান এম.এ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড তমা কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের স্থানীয় সমন্বয়ক আবু তাহের এ অভিযোগ করেন।

এতে বলা হয়, PW-05/RCIP/LAX প্যাকেজে প্রায় ৭ কোটি টাকা বরাদ্দের ৬ কিলোমিটার রায়পুর-পানপাড়া সড়কটির কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এতে ২৪ ফেব্রুয়ারি সড়কটির কার্পেটিং কাজ শেষ করা হয়। পরদিন সকালে সড়কটির জোড়পোল এলাকায় অজ্ঞাত লোকজন শাবল দিয়ে খুঁড়ে ৫-১০ ফুট কার্পেটিং তুলে ফেলে। এটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। কাজটি টেন্ডারের নির্দেশনা অনুযায়ী করা হয়েছে। সরকারের উন্নয়ন কার্যক্রম ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই চক্রটি ঘটনাটি ঘটিয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের সমন্বয়ক আবু তাহের জানান, কার্পেটিং কাজে কোনো অনিয়ম নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে অজ্ঞাত লোকজন কার্পেটিং তুলে ফেলেছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক ঘটনা উঠে আসবে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, অভিযোগটি পেয়েছি। ঘটনাটি তদন্ত চলছে। কারা এর সঙ্গে জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে।

কাজল কায়েস/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।