ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি, নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

নূর মোহাম্মদ
নূর মোহাম্মদ নূর মোহাম্মদ কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ০১ মার্চ ২০২২
মরদেহ উদ্ধারে অভিযান চালায় ডুবুরি দল

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ব্রহ্মপুত্র নদে নৌকাডুবে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শাবনুরের (৮) ও মঙ্গলবার (১ মার্চ) সকালে সানজিদার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শাবনুর চরআলগী গ্রামের ফালান মিয়ার মেয়ে ও সানজিদা একই গ্রামের কাঞ্চন মিয়ার মেয়ে।

সোমবার দুপুরে উপজেলার চরফরাদী ইউনিয়নের চরআলগী বালিরঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে ঘুরতে গিয়ে নৌকাডুবে নিখোঁজ হয় তারা। খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অভিযান চালায়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার জাহান জাগো নিউজকে বলেন, সোমবার বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক শিশুর মরদেহ উদ্ধার করে। আজ সকালে নদে ভাসমান অবস্থায় আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নূর মোহাম্মদ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।