ভাসানচরে ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:০১ পিএম, ০২ মার্চ ২০২২

নোয়াখালীর ভাসানচরে সবজি বাগান থেকে ৮০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যায় গাজী চেয়ারম্যানের দোকান এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হচ্ছেন- আশ্রয়ণের ৮ নম্বর ক্লাস্টারের মো. শামসুর ছেলে ইয়াকুব (৩২) ও ২৫ নম্বর ক্লাস্টারের হামিদ হোসেনের ছেলে তাহের (২৮)।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।