ফেরেশতা দিয়ে কমিশন করলেও লাভ হবে না: রুমিন ফারহানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ০২ মার্চ ২০২২

সার্চ কমিটির নামে সরকার জনগণের সঙ্গে তামাশা করছে মন্তব্য করে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ফেরেশতা দিয়ে কমিশন করলেও লাভ হবে না। যদি হাসিনা সরকার বসে থাকে, দলীয় সরকার বসে থাকে তবে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বুধবার (২ মার্চ) দুপুরে শেরপুরে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি দামের প্রতিবাদ সভার আগে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ২০১২ ও ২০১৭ সালে সার্চ কমিটির নাটক আমরা দেখেছি। সার্চ কমিটি দিয়ে রকিব মার্কা, হুদা মার্কা কমিশনও আমরা দেখেছি। সুতরাং এর বাইরে নতুন কিছু হবে বলে আমরা মনে করি না।

রুমিন ফারহানা বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। আওয়ামী লীগের অধীনে দেশের কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। সুতরাং এ সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দিয়েছি এবং আন্দোলনের মধ্যেই আছি। ১৩ বছর ধরে আমরা জুলুম সহ্য করে মাঠে আছি, জনগণের সঙ্গেই আছি। এখন জেলায় জেলায় বিক্ষোভ মিছিল হচ্ছে সেটা কেন? কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তেল, গ্যাস, পানির মূল্যবৃদ্ধি। অর্থাৎ জনসম্পৃক্ত যে ইস্যু সেখানে। এই শান্তিপূর্ণ আন্দোলনেও আওয়ামী লীগের গুন্ডাবাহিনী হামলা করছে।

পরে তিনি শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে প্রতিবাদ সভায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

ইমরান হাসান রাব্বী/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।