শাসক নয়, আমরা জনগণের সেবক: আইনমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৩ মার্চ ২০২২
ভার্চুয়ালি বক্তব্য রাখছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, শাসক নয়, আমরা জনগণের সেবক। আমাদের সরকার জনগণের সেবা করার সরকার। যে জনগণের সেবা করতে চায় আমরা তাকেই সহযোগিতা করবো।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত ১৪ চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

jagonews24

মন্ত্রী বলেন, আমরা জনগণকে সেবা তো করবোই, তাদের যারা সেবা দিতে চায় তাদেরও সহায়তা করবো। আমি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের বলবো, মাদক নির্মূলে পুলিশকে সহায়তা করার।

জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে এসময় পুলিশ সুপার মো. আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।