পাঁচশতাধিক যাত্রী নিয়ে ডুবোচরে আটকা পড়লো সুন্দরবন-৯

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১০:০১ পিএম, ০৩ মার্চ ২০২২
ডুবোচরে আটকা পড়লো সুন্দরবন-৯

পটুয়াখালীতে পাঁচশতাধিক যাত্রী নিয়ে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি সুন্দরবন-৯ ডুবোচরে আটকা পড়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ঘাট ত্যাগ করার সময় লঞ্চটি পটুয়াখালী নদীবন্দর এলাকার ডুবোচরে আটকে যায়।

এমভি সুন্দরবন-৯ লঞ্চের সুপারভাইজার মো. ইউনুস বলেন, লঞ্চে পাঁচশতাধিক যাত্রী রয়েছে। জোয়ার আসলে লঞ্চটি আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। ঘাটের কাছে লঞ্চটি আটকে পড়ায় কোনো সমস্যা হয়নি। যাত্রীরা নিরাপদে রয়েছেন।

যাত্রীদের অভিযোগ, প্রতি বছর পটুয়াখালী লঞ্চঘাট ও এর আশ পাশের এলাকায় কোটি টাকা খরচ করে বিআইডব্লিউটিএ ড্রেজিং করলেও শুষ্ক মওসুমে প্রায়ই যাত্রীবাহী লঞ্চ ডুবোচরে আটকে যায়।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।