আশ্রয়ণের জানালায় ঝুলছিল শিশুর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ০৫ মার্চ ২০২২
ফাইল ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সরকারি আশ্রয়ণ প্রকল্পের জানালায় ঝুলন্ত অবস্থায় নুরুল হক নিশাত (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ মার্চ) দুপুরে মুছাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাগতারা বাজারসংলগ্ন সরকারি আশ্রয়ণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল হক নিশাত কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নুর আলমের ছেলে।

পারিবারের দাবি, বাবার সঙ্গে অভিমান করে ৯ বছরের শিশু নিশাত জানালা গ্রিলের সঙ্গে গামছায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিশাতের বাবা নুরুল আলম জানান, দুপুরে আশ্রয়ণে মাটি ভরাটের কাজ শেষে দোকানে নাশতা খেতে যাওয়ার সময় নিশাতও যেতে চেয়েছিলো। কিন্তু তাকে একটি চিপস কিনে দিয়ে ঘরে পাঠান। পরে ঘরে গিয়ে জানালার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে নিশাতের ঝুলন্ততে দেখে পুলিশে খবর দেই।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।