সরকারি চাকরি দেওয়ার টোপে কোটি টাকা হাতিয়ে নেন তারা
বগুড়ায় সরকারি চাকরি দেওয়ার নাম করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারণা চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব-১২। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ভুয়া নিয়োগপত্র, দুটি মোবাইল, তিনটি সিম জব্দ করা হয়।
শনিবার (৫ মার্চ) বিকেলে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটকরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে নবীর শেখ (৪৪) এবং একই উপজেলার বিশুবাড়ি গ্রামের আব্দুল গনির ছেলে মাহমুদ হাসান মজনু (৩৬)।
র্যাব জানায়, বগুড়ার সদর উপজেলায় একটি প্রতারক চক্র আইনশৃঙ্খলা বাহিনীতে সদস্য ভর্তি করার নামে বিভিন্ন জনের কাছ থেকে আনুমানিক এক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারক চক্রটি আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন লোকের সঙ্গে মোবাইলে কথা বলে প্রার্থীর মোবাইলে ভুয়া নিয়োগ এসএমএস পাঠায়। প্রতারক চক্রটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভুক্তভোগীদের কাছে থেকে বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করে। একাধিক ভুক্তভোগী র্যাব-১২ বগুড়া ক্যাম্পে ওই প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ করে।
শুক্রবার রাত ১১টায় গোপন তথ্যের ভিত্তিতে শাজাহানপুর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূলহোতা নবীর শেখকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে শনিবার ভোরে বগুড়া জেলার সদর এলাকা থেকে তার সহযোগী মাহমুদ হাসান মজনুকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা আইনশৃঙ্খলা বাহিনীতে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জেলার সহজ সরল মানুষদের সরলতার সুযোগ নিয়ে মোবাইল ব্যাংকিং ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টাকা লেনদেনের কথা জানায়। তারা ফাকা এসএমএস ক্রয় করে অনলাইনের মাধ্যমে ভুক্তভোগীদের ভুয়া নিয়োগের তথ্য জানায়। এভাবে তারা প্রায় এক কোটি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়। রোববার তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসজে/জিকেএস