বেগমগঞ্জে সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ০৬ মার্চ ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৬ মার্চ) বিকেলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন, বেগমগঞ্জের মৃত নুরুজ্জামানের ছেলে মো. জাহাঙ্গীর আলম ওরফে কসাই জাহাঙ্গীর (৩৮), হাজিপুর গ্রামের মো. সহিদুল হক ওরফে বাবুল মোল্লার ছেলে মো. জাহিদ হাসান রাসেল (৩৫) ও পৌর হাজিপুর গ্রামের মৃত দাইয়ু মিয়ার ছেলে মো. শাহ আলম (৫০)।

ওসি জানান, গত দুই দিনে অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে কসাই জাহাঙ্গীরের ছয় মাসের সাজা ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, জাহিদ হাসান রাসেলের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং শাহ আলমের দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার পর থেকে তারা পলাতক ছিলেন।

তিনি আরও জানান, গ্রেফতার কসাই জাহাঙ্গীরের বিরুদ্ধে সাজাসহ চারটি গ্রেফতারি পরোয়ানা ছাড়াও বিভিন্ন অপরাধে তার বিরেুদ্ধে আরও ১৪ মামলা চলমান আছে। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।