৮৭ লাখ টাকায় পাকাকরণের অনুমোদন পেল সেই কাঁচারাস্তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ০৮ মার্চ ২০২২
বৃষ্টি হলে এভাবেই কাদা হয়ে যায় সড়কটিতে

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুজ্জামান পণ্ডিত সড়কের এক কিলোমিটার অংশ পাকাকরণের অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে কোম্পানীগঞ্জ উপজেলা প্রকৌশলী শেখ মাহফুজুল হোসাইন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (৭ মার্চ) সড়কটিকে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় পাকাকরণের অনুমোদন দেওয়া হয়েছে। এক কিলোমিটার সড়কের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৮৭ লাখ নয় হাজার ২৬০ টাকা।

উপজেলা প্রকৌশলী আরও বলেন, অনুমোদনের চিঠির পরিপ্রেক্ষিতে নোয়াখালী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দরপত্র আহ্বানের মাধ্যমে অতিদ্রুত রাস্তাটির উন্নয়ন কাজ শুরু হবে। সংযোগ সড়ক হওয়ায় এতে পুরো গ্রামের বাসিন্দারা উপকৃত হবে বলে আশা করা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা সাংবাদিক মো. মাসুদ আলম জাগো নিউজকে বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ এলাকায় ব্যাপক উন্নয়ন হলেও অবহেলিত এ সড়কটি দীর্ঘদিন কাঁচা থাকায় পুরো গ্রামের অন্তত ১০ হাজার মানুষ দুর্ভোগে পোহাচ্ছিলেন।

৮৭ লাখ টাকায় পাকাকরণের অনুমোদন পেল সেই কাঁচারাস্তা

সড়কটির অনুমোদনের খবরে পুরো গ্রামে খুশির আমেজ বিরাজ করছে উল্লেখ করে তিনি আরও বলেন, সড়কের দুর্ভোগের সচিত্র প্রতিবেদন প্রকাশ করায় দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এর সাংবাদিক এবং স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।

খোঁজ নিয়ে জানা গেছে, বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সীমানা শান্তিপাড়া থেকে আবুল খায়ের পর্যন্ত এক কিলোমিটার সড়ক দীর্ঘ ২৫ বছরেও পাকা হয়নি। এতে করে ওই সড়কে জমে থাকে কাদাপানি আর বর্ষা মৌসুমে শিক্ষাপ্রতিষ্ঠান, মাদরাসা, মক্তব, মালামাল পরিবহন, অ্যাম্বুলেন্স চলাচল, ফায়ার সার্ভিস, যানবাহন, রিকশা চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে এলাকাবাসীর চরম দুর্ভোগের সৃষ্টি হয়।

গত ৮ অক্টোবর জাগোনিউজ২৪.কম-এ ‘এক কাঁচারাস্তায় দুর্ভোগ ১০ হাজার মানুষের’ শীর্ষক সচিত্র প্রতিবেদন প্রকাশ করে। এতে সংশ্লিষ্ট দপ্তরের টনক নড়ে।

ইকবাল হোসেন মজনু//এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।