নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অধ্যক্ষ আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৬:১২ পিএম, ১০ মার্চ ২০২২
র‌্যাবের হাতে আটক হযরত আলী

নাটোরের বড়াইগ্রামে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার অধ্যক্ষ হযরত আলীকে (৬০) আটক করেছে র‌্যাব।

বুধবার (৯ মার্চ) দিনগত মধ্যরাতে জেলার লালপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। হযরত আলী দাসগ্রাম ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও একই এলাকার মৃত মারফত আলীর ছেলে।

র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার ফরহাদ হোসেন জানান, ১৮ ফেব্রুয়ারি ওই ছাত্রীকে উপবৃত্তির কাগজপত্র সংশোধনের জন্য নিজ কার্যালয়ে ডেকে আনেন অধ্যক্ষ হযরত আলী। একপর্যায়ে তাকে ধর্ষণচেষ্টা চালালে ওই ছাত্রী চিৎকার দেয়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তিনি ওই ছাত্রীকে ছেড়ে দেন। এ ঘটনায় মামলা হলে পুলিশ ও র‌্যাব অভিযান চালায়। বুধবার মধ্যরাতে তাকে আটক করে র‌্যাব।

রেজাউল করিম রেজা/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।