বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:৩৪ এএম, ১১ মার্চ ২০২২

নোয়াখালীর চাটখিলে মো. মুরাদ হোসেন (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে সাত বোতল বিদেশি মদ ও ৭৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর আড়াইটার দিকে শ্রীপুর গ্রামের পাইকের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো. গিয়াস উদ্দিনের নেতৃত্বে শ্রীপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পাইকের বাড়ি থেকে ওই এলাকার চিহিৃত মাদক কারবারি মুরাদ হোসেনকে এসব মাদকসহ গ্রেফতার করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মুরাদ দীর্ঘ দিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবার করে আসছিল।

মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ইকবাল হোসেন মজনু/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।