সিরাজগঞ্জে নিজ বাসা থেকে মেয়েসহ স্বাস্থ্য কর্মকর্তা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ১২ মার্চ ২০২২
মরদেহ উদ্ধারের ঘটনায় মৃতদের বাড়িতে এলাকাবাসীর ভিড়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেয়েসহ এক স্বাস্থ্য কর্মকর্তা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার বাঙালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামে নিজ বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজিব আহমেদ ও তার আট বছরের মেয়ে রাকা খাতুন।

স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে রাজিব মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তবে পারিবারিক কলহের জেরেও এ ঘটনা ঘটতে পারে।

বাবা মেয়ের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

তিনি জাগো নিউজকে বলেন, নিজ ঘর থেকে বাবা রাজিব আহমেদের ঝুলন্ত মরদেহ ও খাটের ওপর থেকে শিশু রাকার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে মেয়েকে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন।

ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।