সম্মেলনে অসুস্থ হয়ে হাসপাতালে ব্রাহ্মণবাড়িয়া জেলা আ’লীগ সম্পাদক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:১২ পিএম, ১২ মার্চ ২০২২
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা আ’লীগ সাধারণ সম্পাদককে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন চলছিল। সেই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

শনিবার (১২ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, দীর্ঘ প্রায় ৯ বছর পর আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক। দুপুর ১টার দিকে মঞ্চে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দিতে যান আল মামুন সরকার। কিছুক্ষণ বক্তব্য দেওয়ার পর তিনি অসুস্থ বোধ করেন। এতে সম্পূর্ণ বক্তব্য না দিয়েই অসুস্থতার কথা জানিয়ে আইনমন্ত্রীকে আহ্বান করে তিনি নিজ আসনে গিয়ে বসেন।

সম্মেলনে অসুস্থ হয়ে হাসপাতালে ব্রাহ্মণবাড়িয়া জেলা আ’লীগ সম্পাদক

এক পর্যায়ে মঞ্চেই জ্ঞান হারান আল মামুন সরকার। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সংগঠনের সদস্যরা। পরে সেখান থেকে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা লুৎফুর রহমান বলেন, তাৎক্ষণিক তার ইসিজি করা হয়েছে। তার অক্সিজেন ও ডায়াবেটিসের মাত্রা ভালো ছিল। তবে পানি শূন্যতায় রক্তচাপ কমে যাওয়ার কারণে তিনি জ্ঞান হারান। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।