শিবগঞ্জ বাজারে এক মণ বাসি গরুর মাংস জব্দ
জব্দ মাংস পুড়িয়ে নষ্ট করে ফেলা হয়
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারে বাসি গরুর মাংস বিক্রির অপরাধে দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ মার্চ) দুপুরে তাদের এ জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন শিবগঞ্জ পৌর এলাকার পিঠালীতলা গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মহবুল ইসলাম (৩৫) ও চৌধুরীপাড়া মহল্লার আবদুস সাত্তারের ছেলে আবদুর রাজ্জাক (৩৬)।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল-রাব্বি এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শিবগঞ্জ বাজারে বাসি গরুর মাংস বিক্রি করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ওই বাজারে অভিযান পরিচালনা করা হয়। পরে এ ঘটনায় জড়িত থাকায় দুজনকে আটক করা হয়। এসময় এক মণ বাসি মাংস জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক দুজনকে জরিমানা ও জব্দ মাংস পুড়িয়ে নষ্ট করা হয়।
সোহান মাহমুদ/এসআর/এমএস