লালপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:৩৭ এএম, ১৫ মার্চ ২০২২
ফাইল ছবি

নাটোরের লালপুরে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি প্রতিবন্ধী ও দীর্ঘদিন ধরে আব্দুলপুর রেলওয়ে স্টেশনে ভিক্ষা করেন। সোমবার বিকেলে রেললাইন পার হওয়ার সময় একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

এবিষয়ে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জামিলুর রহমান বলেন, নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

রেজাউল করিম রেজা/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।