সিজারের সময় নবজাতকের হাত ভাঙার ঘটনা তদন্তে কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১৫ মার্চ ২০২২
স্বজনের কোলে ভুক্তভোগী ওই নবজাতক

ব্রাহ্মণবাড়িয়ায় সিজারের সময় নবজাতকের হাত ভেঙে ফেলার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (১৫ মার্চ) জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কমিটিতে শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আখতার হোসেনকে সভাপতি করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের রেডিওলোজী বিভাগের কনসাল্টেন্ট তোফায়েল হক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাখাওয়াত হোসেন শামীম, কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিভাগের কনসালটেন্ট জাকিয়া সুলতানা রুনা ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক বিভাগের জুনিয়র কনসালটেন্ট শ্যামল রঞ্জন দেবনাথকে সদস্য করা হয়েছে।

তিনি আরও জানান, কমিটি আগামী ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন। রিপোর্ট হাতে পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

তদন্ত কমিটির সভাপতি ডা. আখতার হোসেন জাগো নিউজকে বলেন, সিভিল সার্জন কার্যালয়ের চিঠি এখনো হাতে এসে পৌঁছায়নি। চিঠি পাওয়ার পর তদন্ত কাজ শুরু হবে।

এর আগে ৭ মার্চ বিকেলে শহরের গ্রীন ভিউ হাসপাতালে সাবিনা ইয়াছমিন নামের এক প্রবাসীর স্ত্রীর সিজার অপারেশন হয়। রাত সাড়ে ৯টার দিকে একটি ছেলেসন্তান জন্ম দেন সাবিনা। পরে স্বজনরা ওই শিশুর হাত ফোলা দেখতে পেয়ে হাসপাতালের চেয়ারম্যান ডা. আবু হামেদ বাবুকে দেখান। তিনি এক্স-রে করে শিশুটির হাত ভাঙা বলে নিশ্চিত হন। পরে ১৩ মার্চ বিকেলে সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর স্বজনরা।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।