শিবগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১২:০৯ পিএম, ১৬ মার্চ ২০২২
ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বুধবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কানসাট এলাকার খড়কপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মোটরসাইকেলচালক নাজমুল ইসলাম সুমন (৩৫) ও নামো কয়লার দিয়াড় গ্রামের আবু বক্করের ছেলে ট্রলিচালক মমিন (১৯)।

শিবগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মদ জাগো নিউজকে জানান, ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারকরে হাসপাতালে পাঠানো হয়েছে।

সোহান মাহমুদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।