শাহজাদপুরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৬ মার্চ ২০২২
দেশীয় অস্ত্রসহ গেফতাররা

সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যা মামলার আসামি বাবা-ছেলেসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ মার্চ) ভোরে উপজেলার উল্টাডাব গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- ওই গ্রামের রমজান সরকারের ছেলে আনোয়ার হোসেন (৫০) ও তার ছেলে কামরুল ইসলাম (২০), একই গ্রামের লিটন সরকারের ছেলে জাহিদ হোসেন (১৮) এবং কবিরুল ইসলাম (১৮)।

atok1

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় রামদা, ফালা, ঢালসহ বিপুল পরিমাণ দেশীয়সহ চারজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে শাহজাদপুর থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।