ভৈরবে নসিমন-অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্রসহ নিহত ২

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১৬ মার্চ ২০২২
ফাইল ছবি

কিশোরগঞ্জের ভৈরবে নসিমনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছেন।

বুধবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের দফাদার মো. আরফান আলী (৪৫) ও একই ইউনিয়নের গজারিয়া গ্রামের মো. মুর্শিদ মিয়ার ছেলে আমিন। আমিন স্থানীয় প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম শাহরিয়ার জাগো নিউজকে বলেন, আজ দুপুরে একটি সিএনজিতে বসে দফাদার আরফান আলী ভৈরব বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আরফান আলী এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে রডের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনার সময় স্কুলছাত্র আমিন রাস্তায় দাঁড়ানো ছিল। তখন নসিমন উল্টে তার শরীরের ওপর পড়লে আমিন গুরুতর আহত হয়। দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জাগো নিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। একজন ইউনিয়ন পরিষদের দফাদার ও আরেকজন প্রাইমারি স্কুলের ছাত্র নিহত হয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে দুজনের মরদেহ বাড়ি নিয়ে গেছে বলে এলাকার চেয়ারম্যান আমাদের জানিয়েছে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।