বগুড়ায় রেল লাইনের পাশে মিললো রক্তাক্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১৬ মার্চ ২০২২
ফাইল ছবি

বগুড়ার দুপচাঁচিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির (৪০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন আছে। পুলিশের ধারণা, চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ মার্চ) সকালে উপজেলার আলতাবনগর রেল স্টেশনের পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।

দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজা-উদ-দৌলা সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে আলতাবনগর রেল স্টেশন এলাকায় ওই মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এসআই সুজা-উদ-দৌলা সরকার বলেন, মরদেহের শরীরের আঘাতের ধরন দেখে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।

এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।