লালপুরে ৪টি ছাগলসহ আগুনে পুড়লো বসতঘর
নাটোরের লালপুরে আবু তালেব নামে এক ট্রাকচালকের বাড়িতে অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (১৬ মার্চ) সন্ধ্যায় ওই বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে নগদ অর্থ, ৪টি ছাগল, স্বর্ণের গহনা, ২টি শয়নকক্ষ, রান্নাঘর, গোয়ালঘরসহ সম্পূর্ণ বাড়ি পুড়ে গেছে।
ওই বাড়ির মালিক ট্রাকচালক আবু তালেব বলেন, আগুনে পুড়ে আমার বাড়িতে থাকা নগদ পৌনে দুই লাখ টাকা, ৪টি ছাগল, স্বর্ণের গহনাসহ সম্পূর্ণ বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ৪/৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

দয়ারামপুর ফায়ার স্টেশনের লিডার নুরুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে প্রথমে দুই ইউনিট কাজ শুরু করে। পরে লালপুর ফায়ার স্টেশনের আরও দুই ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ওয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী এবং ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক হোসেন তালাশ। এসময় চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী ভুক্তভোগী পরিবারকে প্রাথমিক খাদ্য সহায়ত প্রদান করেন। এ ঘটনায় ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
রেজাউল করিম রেজা/কেএসআর/এএসএম