খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চালসহ ব্যবসায়ী আটক
র্যাবের হাতে আটক শরৎ চন্দ্র সূত্রধর
টাঙ্গাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চালসহ শরৎ চন্দ্র সূত্রধর (৬০) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে সদর উপজেলার করটিয়া বাজার সংলগ্ন একটি টিনের গুদাম থেকে চালগুলো উদ্ধার করা হয়।
আটক শরৎ চন্দ্র সূত্রধর করটিয়া কলেজপাড়া এলাকার প্রয়াত সুবল চন্দ্র সূত্রধরের ছেলে।
র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যায় র্যাব। অভিযানে ৬৬৩ বস্তায় খাদ্যবান্ধব কর্মসূচির ৪৯৭ মণ চাল উদ্ধার করা হয়। এসময় নগদ ১৭ হাজার টাকা, একটি মোবাইল এবং দুটি সিম কার্ডসহ শরৎ চন্দ্র সূত্রধরকে আটক করা হয়।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস